টেকনাফ মডেল থানা পুলিশ ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা সহ ১ মাদক কারবারী গ্রেফতার।
প্রেস বিজ্ঞপ্তি:
জেলা পুলিশ সুপার, কক্সবাজার এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল জনাব মোঃ রকিবুল হাসান ও টেকনাফ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে টেকনাফ মডেল থানার চৌকস অফিসার এসআই (নিঃ) খোকন কান্তি রুদ্র, এসআই(নিঃ) আব্দুস সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ১৯/১২/২০২৫ ভোর ০৪:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়া সাকিনে প্রবাসি করিম উল্লাহর বসত বাড়িতে তাহার স্ত্রী মোস্তফা খাতুন মুন্নি এর শয়ন কক্ষ হইতে ৮০,০০০(আশি হাজার) পিস মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ২,৪০,০০,০০০/- টাকা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে ইং ১৯/১২/২০২৫খ্রিঃ ভোর ০৪.২০ ঘটিকার সময় উক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসময় মোস্তফা খাতুন মুন্নী(৩৩), স্বামী- করিম উল্লাহ, পিতা- মৃত আব্দুল গফুর, সাং- কুতুবদিয়া পাড়া, ০৩ নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার কে আটক করা হয়। আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরিয়া অপরাপর সহযোগী পলাতক আসামীদের সহিত অবৈধ যৌথ ভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসিতেছে। এ সংক্রান্তে টেকনাফ থানার ,এফআইআর নং-৫২, তারিখ- ১৯ ডিসেম্বর, ২০২৫; জি আর নং-৯২৯, তারিখ- ১৯ ডিসেম্বর, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে।
সূত্র: অফিসার ইনচার্জ,টেকনাফ মডেল থানা, কক্সবাজার।
মন্তব্য করুন