শমসুল আলম শারেক, দৈনিক নতুন বাংলা :
বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা(হোয়াইক্যং-হোয়াইক্যং ইউনিয়নের মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শেষে বিশাল সমাবেশে বক্তব্য প্রদান কালে জেলা জামায়াতের আমির, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,কক্সবাজার-৪ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেছেন, আল্লাহ আমাকে যদি বিজয় করে ইনশাআল্লাহ উখিয়া-টেকনাফের মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করতে পারবে, চাঁদাবাজি, মামলাবাজি, গুম-অপহরণ বন্ধ হবে।
টেকনাফ স্থল বন্দর স্বচল করা হবে, হ্নীলায় এবং হোয়াইক্যং এর উনছিপ্রাং রইক্ষ্যংখালের পাশে স্থায়ী করিডোর করা হবে,হ্নীলা-বাহারছড়া ঢালা সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে। ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ করে বৈধ আয়ের পথ সুগম করা হবে।
তিনি আরো বলেন, এই দেশ স্স্বাবা স্বাধীন হওয়ার পিছনে শেখ মুজিবুররহমান, প্রেসিডেন্ট জিয়াউররহমান যে ভূমিকা রেখেছে আমরা শ্রদ্ধার সাথে তাদের স্বরণ করছি। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে এদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ নিতে পারেনি, এতদিন আমরা পরাধীন ছিলাম। ৭১ এর স্বাধীনতার পর এদেশের দামাল ছেলেরা ২৪ এর জুলাই বিপ্লবের মাধ্যমে এই দেশ আবারো স্বাধীন করে ফ্যাসিস্ট মুক্ত করেছে। আমরা জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাই।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিক উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক, প্রবীণ আইনজীবী এড. শাহজালাল চৌধুরী, জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ নুর হোসাইন ছিদ্দিকী বক্তব্য রাখেন।
মন্তব্য করুন