মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন টেকনাফ উপজেলা উত্তর শাখার উদ্যোগে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ।
প্রেস বিজ্ঞপ্তি : মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় হ্নীলা ষ্টেশনে এ র্যালী অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন উপজেলা উত্তর শাখার অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল জলিল।
উপজেলা উত্তর শাখার বিপ্লবী সভাপতি মাওলানা আব্দুল খালেক নেজামীর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা সরওয়ার কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় উপজেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা দিলদার আহমদ, ছাত্র যুব বিষয়ক সম্পাদক আব্দুল খালেক জিহাদী, উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক, ইসলামী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা সহ-সভাপতি ছাত্রনেতা আব্দুররহমান আরিফী,ইসলামী আন্দোলন হ্নীলা ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা নুর হোসাইন ফাহিম,ইসলামী যুব আন্দোলনের টেকনাফ উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক মোঃ ইউনুস, সাংগঠনিক সম্পাদক যুবনেতা আব্দুল আজিজ, ইসলামী ছাত্র আন্দোলন টেকনাফ উপজেলা উত্তর শাখার সভাপতি ছাত্রনেতা আমিনুল ইসলাম, উপজেলা প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা ইউনুছ আরমান,হ্নীলা ইউনিয়ন দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ আলম,যুবনেতা রমজান উদ্দিন পটল প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল খালেক নেজামী বলেন, মহান বিজয় দিবস কেবল একটি ঐতিহাসিক দিন নয়, এটি আমাদের জাতীয় আত্মপরিচয়ের ভিত্তি। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া কোনো জাতির মুক্তি সম্ভব নয়।
তিনি বলেন,বিজয় দিবসের অঙ্গীকার হোক সাম্য,মানবিক মর্যাদা ও একটি ন্যায়ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গড়ার সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হওয়ার। আসুন দেশ কে ফ্যাসিবাদ মুক্ত করে একটি শান্তির দেশ গড়ে তুলি।
আলোচনা সভা শেষে বিজয় র্যালী হ্নীলা বাস স্টেশন সহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পেশ করা হয়।
মন্তব্য করুন