অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও ফোরামের প্রকল্প সমন্বয়কারী জনাব এ. বি. এম. মাঈনুল হাসান। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার সম্মানিত সুপার/মুহতামিম মাওলানা শামসুল আলম, প্রবীণ সাংবাদিক আলহাজ্ব মুহাম্মদ তাহের নঈম। এছাড়াও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিন ব্যাপী অনুষ্ঠানে টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, কুইজ, হামদ-নাত, মঞ্চ নাটক, রচনা প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজ ও একক অভিনয় সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসুচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 
প্রধান অতিথির বক্তব্যে এ. বি. এম. মাঈনুল হাসান বলেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত জরুরী। তিনি মাদরাসা শিক্ষার্থীদের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশের বিষয়ে প্রানবন্ত আলোচনায় মুগ্ধ হয়ে বলেন,মাদরাসার শিক্ষার্থীরা আগামী দিনে তাদের যোগ্যতা ও মেধা দিয়ে দেশ কে এগিয়ে নিতে আরো দক্ষ ও কর্মট হয়ে উঠবে।
অনুষ্ঠানে এনজিও ফোরামের কর্মকর্তা সেলিনা আকতার ও মোহাম্মদ ফারুক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ ফারুক।
অনুষ্টান শেষে প্রধান অতিথি এ. বি. এম. মাঈনুল হাসান ও বিশেষ অতিথি বৃন্দ
বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

মন্তব্য করুন