টেকনাফে বিশেষ অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি ডেস্ক নিউজ নতুন বাংলা :
কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, বৃহষ্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক ৪ টার দিকে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১২ হতে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে এবং বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ দিকে আনোয়ার প্রজেক্ট নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ০৫০০ ঘটিকায় মায়ানমার হতে একজন ব্যক্তি বাংলাদেশের দিকে আসতে দেখলে টহল দল তাকে চ্যালেন্স করলে তার হাতে থাকা কালো রঙ্গের প্লাস্টিক পলিব্যাগ ফেলে নাফ নদী হয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবতীতে উক্ত স্থান হতে কালো রঙ্গের প্লাস্টিক পলিব্যাগের মধ্যে নীল রঙ্গের বায়ুরোধী ১৫ কাট সর্বমোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তবে দীর্ঘ তল্লাশি সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে এবং গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।
লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি
অধিনায়ক,
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)
মন্তব্য করুন