মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই- জুনায়েদ আলী চৌধুরী
রমজান উদ্দিন পটল ::
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাছর পাড়া উন্মুক্ত ফাইভ সেট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ২০২৫–২০২৬ ইং উপলক্ষে আজ জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ সূচনা করেন টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জননেতা জনাব জুনায়েদ আলী চৌধুরী।
এ সময় তিনি তার বক্তব্যে বলেন. আগামীতে আমার আপনার নেতা, উখিয়া-টেকনাফের জননন্দিত নেতা জননেতা শাহজাহান চৌধুরী এমপি নির্বাচিত হলে প্রতিটি ইউনিয়নে একটি সুন্দর ও আধুনিক খেলার মাঠ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
এ ধরনের আয়োজন তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করবে এবং এলাকার সামাজিক বন্ধন আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বিএনপি,যুবদল,ছাত্রদল সহ স্থানীয় বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন